
মঙ্গলবার ০৬ মে ২০২৫
আজকাল ওয়েবডেস্ক: বিয়ের বিজ্ঞাপণে একে অন্যকে দেখা। দেখেই প্রেমে পড়া। এরপর চ্য়াটিং। চিনের দক্ষিণপ্রান্তে হুবেই প্রদেশের বাসিন্দা শিন ও শাওয়ুয়ের প্রেমে এ ভাবেই চলছিল। পরে সম্পর্কের ঘনিষ্ঠতা, বিয়ে করার সিদ্ধান্ত নেন দু'জনে। কিন্তু তখনও তাঁদের সাক্ষাৎ হয়নি। এদিকে বিয়ের আসর জমকালো করতে বিশাল খরচ করতে শুরু করে দিয়েছেন শিন। সেই সঙ্গেই হবু স্ত্রীকেও প্রচুর অর্থ দেন। প্রস্তুতি যখন প্রায় শেষ, তখনই ঘটনায় নয়া মোড়! শিন জানতে পারেন তাঁর হবু স্ত্রী আগে থেকেই বিবাহিত।
চিনে বিয়েতে কনের মূল্য দেওয়ার রীতি চালু রয়েছে। এক্ষেত্রে শাওয়ু তাঁর মূল্য হিসাবে শিনের তেকে ২২ লক্ষ টাকা দাবি করেছিলেন। এছাড়াও নিজের মায়ের স্বাস্থ্যক্ষেত্রে খরচ ও বোনের জন্যও বড় অঙ্ক চেয়েছিলেন। আসলে বিয়ের রীতিকেই ঢাল করেই প্রতারণার ফাঁদ খুলে বসেছিলেন এই মহিলা।
বিষয়টি শিনের সন্দেহজনক মনে হয়েছিল। কিন্তু, মহিলা ছবি পাঠিয়ে এবং ফোন কথোপকথনের মাধ্যমে শিনকে আস্বস্ত করিয়ে দেন। এক বছর পর দেখা যায়, শিন তাঁর হবু স্ত্রী শাওয়ুকে ৫৫ লাখ টাকা দিয়েছিলেন।
কয়েক মাস অনলাইন আর্থিক লেনদেনের পর, শিন এবং শাওয়ুর পরিবার দেখা করতে রাজি হয়। সেই সাক্ষাতেই, শাওয়ুকে দেখে চিনতে পারেননি শিন। শাওয়ু নিজের পরিচয় দিলে আকাশ তেকে পড়েন প্রেমিক শিন। ছবির সঙ্গে কোনও মিল নে তো! কেন এই অবস্থা? শাওয়ু জানিয়েছিলেন ছবি ফিল্টার করে শানকে দিয়েছিলেন তিনি। এই সত্য জেনেও শিন হবু স্ত্রীকে টাকা পাঠানো অব্যহত রেখেছিলেন। বিয়ে করার প্রস্তুতিও নিচ্ছিলেন। কিন্তু এসবের পরও শওয়ুর কিছু আচরণ ও কথায় অস্বাভাবিকতা লক্ষ করেছিলেন শিন। যখন শিন হবু স্ত্রীর মুখোমুখি আলোচনার চেষ্টা করেন তখন শওয়ু দাবি করেন তাঁর ফোন হ্যাক করা হয়েছে।
এরপর খোঁজখবর শুরু করেন শিন। জানতে পারেন, তাঁর হবু স্ত্রী শওয়ু ইতিমধ্যেই বিবাহিত এবং একটি সন্তান রয়েছে৷ সে তাঁর পরিবারকে আর্থিকভাবে সহায়তা করতেই এই প্রতারণা করেন। বড় ধরনের প্রতারণার শিকার হয়েছেন বুঝতে পেরেই বিচলিত শিন বিষয়টি স্থানীয় পুলিশকে জানান। তদন্তে জানা যায়, ওই মহিলা এবং তার সহযোগিরা সংগঠিত অপরাধ চক্রের অংশ। এরা প্রেম এবং বিয়ের জন্য আগ্রহী সন্দেহজনক ব্যক্তিদের নিশানা করে প্রতারণা চালাত।
এশিয়ার বৃহত্তম বিশ্ববিদ্যালয় ভারতেই অবস্থিত, জানেন কোনটি?
ভাঁড়ে মা ভবাণী দশা পাক অস্ত্রভাণ্ডারের! ভারতের সামনে টিকতে পারবে মাত্র চার দিন, তাতেই এত আস্ফালন?
আত্মমর্যাদার ভিত্তিতে ভারতের সঙ্গে সুসম্পর্ক চায় এনসিপি
পাকিস্তানে ভূমিকম্প, কম্পন অনুভূত হল পাক অধিকৃত কাশ্মীরে
মাউন্ট ফুজির নাম করে পর্যটক টানার চেষ্টা, পাহাড়ের চুড়ো সাদা রঙে মুড়ে দিল চীন! টিকিট কেটে দেখতেও গেলেন অনেকে
তেল আবিব বিমানবন্দরের কাছে ক্ষেপণাস্ত্র হামলা, দিল্লি-তেল আবিব এয়ার ইন্ডিয়া ফ্লাইট ফিরিয়ে আনা হল আবু ধাবিতে
যুদ্ধ লাগলে মাত্র চারদিনেই কুপোকাত পাকিস্তান? সীমান্তে উত্তেজনার মাঝেই ফাঁস চাঞ্চল্যকর তথ্য!
গরমে ডিহাইড্রেশন থেকে সাবধান, কী বলছেন বিশেষজ্ঞরা
ঘুমেই রয়েছে দীর্ঘ জীবনের জিওনকাঠি, সামনে এল অবাক করা তথ্য
১০০ কিমি দীর্ঘ পথ ১২ দিন অবরুদ্ধ, যা বিশ্বের দীর্ঘতম ট্র্যাফিক জ্যাম বলে প্রসিদ্ধ, জানেন কোথায় হয়েছিল?
চলেছিল মাত্র কয়েক মিনিট! এই যুদ্ধ ইতিহাসের পাতায় সবচেয়ে স্বল্প-মেয়াদী বলে পরিচিত, জানেন কাদের মধ্যে হয়েছিল?
'ফাঁকা হুমকি' কেবল পাকিস্তানিদের মধ্যে ভয়েরই বহিঃপ্রকাশ, পাক প্রতিরক্ষামন্ত্রীর হুঁশিয়ারির পাল্টা বিজেপির
পাকিস্তানের 'বেপরোয়া উস্কানি'! ৪৫০ কিমি দূরপাল্লার ক্ষেপণাস্ত্র পরীক্ষার দাবি ইসলামাবাদের
'সিন্ধুর জল আটকাতে ভারত বাঁধ বানালে ধ্বংস করে দেব', পাক-মন্ত্রী আসিফের মুখে ফের গরমাগরম বুলি
সকাল থেকে ভোটের লাইনে অস্ট্রেলিয়াবাসী, কারও দেহে নেই একটি সুতোও! কেন